ফটিকছড়িতে আগুনে পুড়ল ৬টি ঘর-গোডাউন, আহত ৪

চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বাজারে অগ্নিকাণ্ডে দুটি ঘর ও ৪টি গোডাউন পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৪-৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মঈন নামের একজনের অবস্থা গুরুতর।

শনিবার (১১ অক্টোবর) উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের পুরাতন মাছ বাজারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টায় লাগা আগুনে ক্ষতিগ্রস্ত ৬টি ঘরই ছিল আধাপাকা টিনশেড। এতে শেখ আহমদের দুটি ভাড়া ঘর ও মাছ ব্যবসায়ীদের ৪টি গুদামঘর আগুনে পুড়ে ছোই হয়ে গেছে।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে আসার আগে মানুষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সেলিম উল্লাহ জানান, হেঁয়াকো বাজারে আগুন লাগার পর আামাদের জানানো হয়েছিল। মাইজভাণ্ডারে ডিউটি থাকায় আমরা যেতে পারিনি। রামগড় ফায়ার স্টেশনে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে ছুটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *