প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ উদ্বোধন করেছেন
আজ রোববার নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর উদ্বোধন করেন, যা আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনী ও বিমান বাহিনীর উচ্চ পদমর্যাদায় কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। নৌবাহিনীতে ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন, লেঃ কমান্ডার থেকে কমান্ডার এবং বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লীডার থেকে উইং কমান্ডার পদবীতে পদোন্নতি প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনী পর্ষদ সরকারী অনুমোদনের ভিত্তিতে ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচন করবে।
অনুষ্ঠান শুরুর আগে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া মুক্তিযুদ্ধের বীর সেনাদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি নৌবাহিনী ও বিমান বাহিনীর ইতিহাস এবং তাদের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে শান্তিপূর্ণ সময়ের মধ্যে তাদের ভূমিকা ও সহযোগিতার প্রশংসা করেন।
তিনি দেশের সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার এবং ভবিষ্যতে গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনায় নৌবাহিনীর অবদানও উল্লেখ করেন। এ ছাড়াও, বাংলাদেশের সুনীল অর্থনীতির উন্নয়ন এবং নৌবাহিনী ও বিমান বাহিনীর ভূমিকা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ সেবা ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাহিনীগুলোর আধুনিকীকরণের জন্য আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, তারা যেন দেশপ্রেম, পেশাগত দক্ষতা এবং মানবিক গুণাবলীর ভিত্তিতে যোগ্য কর্মকর্তাদের নির্বাচিত করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে, প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।