ডিউটির সময় স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এ নির্দেশ দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। বুধবার (১৯ নভেম্বর) সকালে বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ এ ৫৯তম ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
এই ওরিয়েন্টেশনে সদ্য প্রশিক্ষণ শেষ করা ৫০ জন পুলিশ সদস্য অংশ নেন, যারা সম্প্রতি কেএমপিতে যোগ দিয়েছেন।
কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, বাংলাদেশ পুলিশের দীর্ঘ ও গৌরবময় ইতিহাস আছে, আর নতুন সদস্যদের পেশাদারিত্বই এই বাহিনীর সুনাম আরও বাড়াবে।
তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ, সততা, দক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। লোভ ও প্রলোভনের বাইরে থেকে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। নিরপরাধ, ভুক্তভোগী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের প্রকৃত দায়িত্ব এ কথা মনে রেখে কাজের আহ্বান জানান তিনি।
ডিউটিতে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও পেশাদারি বজায় রাখতে নির্দেশ দেন কেএমপি কমিশনার। তিনি আরও সতর্ক করে বলেন, সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সবাইকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। ভাল কাজের পুরস্কার যেমন আছে, খারাপ কাজের ফলেও বিভাগীয় শাস্তি নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী (পিপিএম-সেবা)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।