নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন হবে এবং এটি নিশ্চিত। তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং নতুন নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপদেষ্টা এসব মন্তব্য করেন। তিনি বরিশালের খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য প্যাডেল জাহাজ চালু হবে বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অক্টোবর মাস থেকে এই জাহাজ চলাচল শুরু হবে, যা নৌ-যাত্রার ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটাবে এবং পর্যটন খাতেও নতুন গতি এনে দেবে।
উপদেষ্টা বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে, এর মধ্যে মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়েও আলোচনা চলছে।
এ সময় তিনি বরিশাল বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।