আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সতর্কতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা বাহিনীর কার্যক্রম তীব্র করার নির্দেশনা দেওয়া হয়। সভায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং বিভিন্ন থানায় চুরি হওয়া অস্ত্র পুনরুদ্ধার, অস্ত্র লাইসেন্সের বৈধতা যাচাই, অযোগ্য ব্যক্তির লাইসেন্স বাতিল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এছাড়া গ্রাম আদালতের চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদগুলোর আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। মাদকদ্রব্য উদ্ধার, রেলপথে মাদক পাচার প্রতিরোধে টাস্কফোর্স গঠন, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রামে আসন্ন নির্বাচনের সাথে সম্পর্কিত রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতির শিকার না হয়, সে জন্য সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান, যানজট নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সভায় জেলা ও মহানগর পুলিশ, গোয়েন্দা সংস্থা, সুশীল সমাজ, এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।