দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনুস একেবারে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী ব্যক্তি এবং তার উপদেষ্টা পরিষদের কেউ যদি দুর্নীতি করেন, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি এসব মন্তব্য করেন রংপুরে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
মোমেন বলেন, গত এক বছরে অনেক নতুন দুর্নীতি মামলা দায়ের হয়েছে এবং পুরনো কিছু মামলা পুনরুজ্জীবিত করা হচ্ছে, যা বিগত সময়ে ধামাচাপা ছিল। পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের অধীনে কাজ করে এবং কিছু নির্দিষ্ট বিধি-নিষেধ মেনে চলতে হয়। দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত করছে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তবে মামলা করা হবে।
ড. মোমেন সাংবাদিকদের আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, এবং কোনো অভিযোগ যদি সঠিক প্রমাণ না পাওয়া যায়, তবে তা বাতিল হবে।