ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ শনাক্ত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ বছরের সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে, ৭৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল জানায়, এই ৯ জনের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজন ইতোমধ্যে গত রোববারের বুলেটিনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে, ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে।

এছাড়া, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১,৮৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত দুদিনে যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩ জনের মৃত্যু বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ২ জনের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ২ জনের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং ১ জন করে ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল ও চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের বয়স ছিল ২৪ থেকে ৬৫ বছর পর্যন্ত।

এ পর্যন্ত, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৫৭ জন মারা গেছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে, জুলাই মাসে ৪১ জন মারা গিয়েছিলেন। এছাড়া, বিভিন্ন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিম্নরূপ: জানুয়ারি (১০), ফেব্রুয়ারি (৩), এপ্রিল (৭), মে (৩), জুন (১৯), আগস্ট (৩৯)। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরগুলোর তুলনায়ও বেশি। জুলাই মাসে সর্বোচ্চ ১০,৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য মাসে ভর্তি রোগী সংখ্যা ছিল: জানুয়ারি (১,১৬১), ফেব্রুয়ারি (৩৭৪), মার্চ (৩৩৬), এপ্রিল (৭০১), মে (১,৭৭৩), জুন (৫,৯৫১), আগস্ট (১০,৪৯৬)। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০,৩৫৫ জন রোগী।

ঢাকা দুই সিটি করপোরেশন এলাকায় গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৩৯ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি দেশে মারাত্মক আকার ধারণ করেছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *