চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করে টিকটক ভিডিও তৈরির ঘটনায় মো. রাসেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে সন্ত্রাসবিরোধী মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রাসেল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে পরিচিত এবং তিনি উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকার গুরামিয়া গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে, গত ২৫ জুলাই একই ঘটনার সময় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ১২ জন যুবককে আটক করা হয়েছিল, যারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করে টিকটক ভিডিও বানাচ্ছিল।