চিরনিদ্রায় শায়িত সন্দ্বীপের সাত প্রবাসী

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীর মরদেহ গতকাল সকালে গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছে। একসঙ্গে সাতটি মরদেহবাহী সি অ্যাম্বুলেন্স সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে পৌঁছলে পুরো দ্বীপের আকাশে নেমে আসে শোকের ছায়া। গতকাল সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন স্থানে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি জানাজায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের উপচে পড়া ভিড় ছিল।

এর আগে সকাল ৯টার মধ্যেই পূর্ব নির্ধারিত জানাজার স্থান পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে কফিনগুলো আনা হয়। সেখানে সাত জন প্রবাসীর একসাথে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লাশের গোসল না হওয়ায় সবাইকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নেয়ার পর সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ এলাকাতে জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন করা হয়। গত ৮ অক্টোবর ওমানের দুখুম এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। নিহতরা হলেন আমিন সওদাগর (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) এবং মোশারফ হোসেন রনি (২৬)। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি সারিকাইত ইউনিয়নে, একজন মাইটভাঙ্গা ইউনিয়নে এবং অন্যজন সন্দ্বীপ পৌরসভার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *