চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চিকিৎসকের চেম্বারে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মায়ের কোলেই তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিমিটেডে এই ঘটনা ঘটে।
মৃত শিশুর পরিবার অভিযোগ করেছে, চিকিৎসকের সহকারীর অবহেলায় শিশুটি মারা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটিকে জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মেনে নেননি।
মৃত শিশুটির পিতা জানান, সকালে তিনি এবং তার স্ত্রী শিশুকে নিয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. হেলাল উদ্দিনের কাছে আসেন এবং ১৭ নম্বর সিরিয়াল নেন। শিশুর অবস্থা তখন গুরুতর ছিল, তাই দ্রুত চিকিৎসককে দেখানোর জন্য সহকারীদের কাছে অনুরোধ করা হয়। তবে সহকারীর অবহেলায় তারা শিশুটিকে চিকিৎসকের কক্ষে ঢুকতে পারেননি। ৪৫ মিনিট পর মায়ের কোলে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে ডা. হেলাল উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি মোবাইলে কল রিসিভ করেননি এবং কোনো উত্তরও দেননি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।