চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর ১২ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযান থেকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে এক ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা নাগাদ মোঃ টিপ সুলতান (৩০) নামের এক ব্যবসায়ী নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে সিএনজি অটোরিকশায় তার মালামাল উঠাচ্ছিলেন। মালামাল নামিয়ে দিতে গিয়ে, অসাবধানতাবশত তিনি একটি কালো ব্যাগ সিএনজির ভেতরেই রেখে দেন, যাতে তার ব্যবসায়িক লেনদেনের জন্য ১২ লাখ টাকা ছিল।

ব্যাগটি সিএনজির মধ্যে রেখে আসার পর, টিপ সুলতান তা হারিয়ে ফেলেন এবং পরে মনে পড়ে যে, ব্যাগটি সিএনজির ভেতরেই রয়ে গেছে। খোঁজাখুঁজির পর তিনি কোতোয়ালী থানায় গিয়ে বিষয়টি লিখিতভাবে জানান।

খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম দ্রুত পদক্ষেপ নেন এবং পুলিশ টিম নিয়ে তদন্ত শুরু করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজির নম্বর চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০ শনাক্ত করে এবং সোর্সের তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালায়।

অভিযানে সিএনজি চালক ও মালিককে শনাক্ত করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকার ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, “এটি আমাদের সতর্কতা এবং পেশাদারিত্বের পরিচায়ক অভিযান ছিল। সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ এবং দ্রুত অভিযানের মাধ্যমে আমরা সফলভাবে টাকা উদ্ধার করতে পেরেছি।” তিনি আরও জানান, “এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *