চট্টগ্রামে সড়ক প্রশস্তকরণে বাধা: সিডিএ অভিযান শুরু করবে

চট্টগ্রাম শহরের সরু সড়কগুলোকে প্রশস্ত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) যে নিয়ম চালু করেছে, তা বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। গত কয়েক বছর ধরে সিডিএর নিয়ম অনুযায়ী, সড়ক প্রশস্ত করার জন্য ভবনের মালিকদের কাছ থেকে জমি ছাড়িয়ে নেওয়া হয় এবং সেই জমি দিয়ে সড়ক প্রসারিত করার কথা বলা হয়। কিন্তু, বেশ কয়েকটি ক্ষেত্রে ভবন নির্মাণের পর জমি পুনরায় দখল করা হচ্ছে, যা সিডিএর পরিকল্পনাকে ব্যাহত করছে।

সিডিএ সূত্র জানিয়েছে, শহরের ছোট সড়কের পাশে ভবন নির্মাণে জমি ছাড়ার নিয়ম রয়েছে। ৬ মিটার বা তার কম প্রশস্ত সড়কের পাশে ভবন নির্মাণ করতে হলে, জমির মালিককে রাস্তা প্রশস্ত করতে আংশিক জমি ছাড়তে হয়। যদিও এই নিয়মটি কাগজে থাকলেও, বাস্তবে নির্মাণ কাজের পর জমি পুনরায় দখলে নিয়ে নেয়া হচ্ছে।

নগরীর জামাল খান, বাদশা মিয়া সড়কসহ বিভিন্ন এলাকায় এমন ঘটনা বেড়েছে। এখানকার কিছু ভবন মালিকেরা সিডিএর অনুমোদন নিয়ে জমি ছাড়লেও, নির্মাণ শেষে সেই জমি পুনরায় তাদের বাউন্ডারির মধ্যে নিয়ে নিচ্ছে। সিডিএ জানিয়েছে, ভবন নির্মাণে এই নিয়ম ভঙ্গ হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, তাদের উদ্যোগে নিয়ম ভঙ্গকারী ভবন মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, তারা ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর মনিটরিং চালিয়ে যাচ্ছেন এবং ভবন মালিকদের সাবধান করে দিয়েছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিমও জানিয়েছেন, তারা সারেন্ডারড ল্যান্ডের ব্যাপারে কোনো আপোষ করবেন না এবং যেকোনো বেআইনি কার্যক্রম কঠোরভাবে বন্ধ করবেন। তিনি আরও বলেন, শহরকে বাসযোগ্য রাখতে সিডিএ পুরোপুরি চেষ্টা করছে এবং নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *