রাজধানী গুলিস্তানের স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১০টায় আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম ইউনিট ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১০টায় আগুনের খবর পাওয়া যায় এবং এরপর ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।