কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী ও গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশ ও বিদেশে ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি সরকারের পক্ষ থেকে এবারের পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং সরকারকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় কখনোই এত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হয়নি। তার মতে, আওয়ামী লীগ বর্তমানে পলাতক এবং ভারতে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশের মানুষ কোনোভাবেই আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না এবং বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে থাকবে।
আবু হানিফ বলেন, “আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালানোর পরই তাদের জনগণ নিষিদ্ধ করেছে।” তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে,” তা দেশ-বিদেশের চাপের কারণে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হিসেবে দেখছেন।
তিনি স্পষ্টভাবে জানান, “গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা যাবে না।” হানিফ বলেন, তাদের শরীরে রক্ত থাকতে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর চেষ্টা সফল হবে না।
তিনি আরও যোগ করেন, “যদি প্রয়োজন পড়ে, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামতে প্রস্তুত আছি।”
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন মিয়া, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।