কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাঁকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক প্রধান বিচারপতিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন জানান, খায়রুল হক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন এবং তাঁকে সিসিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলার পাশাপাশি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা আরেক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এক মামলায় সাত দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *