এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকায় যখন রাষ্ট্রীয় উদযাপন চলছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা তখন কক্সবাজারে।

সেখানে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে একাধিক টেলিভিশনের খবরে বলা হচ্ছে।

তবে বৈঠকের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা কক্সবাজারে ‘ঘুরতে’ গেছেন।

এই সফরে খালেদ সাইফুল্লাহর সঙ্গে তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী রয়েছেন।

কক্সবাজার এয়ারপোর্টে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর তারা গাড়িতে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। তারা কক্সবাজারের ইনানীর ‘সীপার্ল রিসোর্ট এন্ড স্পা’ হোটেলে (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) যান বলে খবর ছড়ালেও হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলেনি।

এখন টিভির খবরে বলা হয়, “কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এতে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা প্রমুখ।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে খালেদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোন মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।”

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন বিকাল পৌনে ৫টার দিকে বলেন, “পাঁচ এনসিপি নেতা হোটেলে আছেন। তারা পিটার হাসের সাথে বৈঠক করছেন এটা ঠিক নয়।

“তারা ঢাকায় কখন ফিরবেন এ বিষয়টি জানাননি। তাছাড়া তাদের নামে বিমানের কোন টিকিট বুক করা আছে কিনা সেটাও পাইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *