‘একাত্তরের পক্ষে না বিপক্ষে’—এই ভিত্তিতে রাজনীতি করার প্রতি কারও আগ্রহ নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা এবং প্রজন্মের উত্থান সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমরা একাত্তরকে অতিক্রম করেছি এবং চব্বিশে পৌঁছেছি। ‘একাত্তরের পক্ষে না বিপক্ষে’—এই বাইনারির ভিত্তিতে রাজনীতি করতে কেউ আগ্রহী নয়। যারা এই পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তারা দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে নিয়ে যেতে চায়।”

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘৭১ এবং ২৪’ শিরোনামে এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “চব্বিশ হচ্ছে একাত্তরের ধারাবাহিকতা। একাত্তরের আদর্শ—সাম্য, মর্যাদা এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা চব্বিশের গণ-অভ্যুত্থানে পুনরায় উন্মোচিত হয়েছে। যেখানে মুজিববাদ একাত্তরকে ভারতীয় ভঙ্গিতে ঢুকিয়ে আমাদের সার্বভৌমত্বকে বিপন্ন করেছিল, চব্বিশ তা থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, চব্বিশের পর নতুন একটি রাজনৈতিক বাস্তবতা এবং প্রজন্মের আবির্ভাব হয়েছে। “যারা চব্বিশে অংশ নিয়ে জয়ী হয়েছে, তারা একাত্তরকে অতিক্রম করে চব্বিশে পৌঁছেছে। যারা এখনো পুরোনো রাজনীতি ফেরাতে চায়, তারা দেশে একটি অচল রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায়,” বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, “একাত্তর আর রাজনীতির ভিত্তি হবে না, বরং চব্বিশের মূল্যবোধে ভিত্তি করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে হবে। আমাদের কাজ হবে মুজিববাদ, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ করা।”

তিনি আরও বলেন, “চব্বিশের অভ্যুত্থান কখনো প্রতিশোধের জন্য ছিল না, এটি ছিল জাতীয় ঐক্য এবং পুনর্মিলনের একটি ক্ষেত্র। এর চেতনা হলো এমন একটি ভবিষ্যৎ গঠন করা, যা ঐকমত্য এবং যৌথ দায়িত্বের ভিত্তিতে হবে, প্রতিশোধের নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *