বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কৃষক কুলের নয়নের মণি শের-ই বাংলা একে ফজলুল হকের আজ রবিবার, ২৬ অক্টোবর ১৫২তম জন্মবার্ষিকী।
যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শের-ই বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার সকালে শের-ই বাংলা একে ফজলুল হকের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শের-ই বাংলার আত্মজীবনী নিয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া বাদ জোহর শের-ই বাংলার প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
একই দিন (২৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শের-ই বাংলার সমাধিতে পবিত্র কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া-মিলাদ, সকাল নয়টায় শ্রদ্ধার্ঘ্য র্যালি এবং সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
শের-ই বাংলার দৌহিত্র ও শের-ই বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফায়াজুল হক রাজু শের-ই বাংলার সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার সকল মানুষকে উক্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে উদযাপনকে প্রাণবন্ত করার আহ্বান জানিয়েছেন।