রাঙামাটির কাপ্তাইয়ে মাদরাসায় চুরি: এতিম শিশুদের খাবার ও মূল্যবান জিনিস চুরি হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চোরেরা মাদরাসায় রাখা এতিম শিশুদের খাবার, চাল, ডাল, মাংস, সবজি, তেল, হাড়ি পাতিলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

মাদরাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন বলেন, “এতিম শিশুদের জন্য সকল দান-সহযোগিতায় মাদরাসাটি পরিচালিত হয়। কিন্তু দুঃখজনকভাবে, এতিমদের জন্য রাখা খাবার ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। এর মধ্যে ফ্যান ও আরও কিছু মূল্যবান জিনিসও রয়েছে।” তিনি আরো জানান, “ধারণা করা হচ্ছে, মাদরাসায় আগুন দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এতিম শিশুরা এখন অসহায় হয়ে পড়েছে।”

এদিকে, সকালে স্থানীয় এক মহিলা মাদরাসা থেকে প্রায় ৫০০ গজ দূরে কিছু চুরি হওয়া মালামাল, হাড়ি পাতিল পড়ে থাকতে দেখে মাদরাসায় খবর দেন। কিছু মালপত্র উদ্ধার করা হলেও বেশিরভাগ মালামাল আর পাওয়া যায়নি।

মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ বলেন, “এতিম শিশুদের খাবার চুরি হওয়া খুবই দুঃখজনক। আমরা চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং বিচার করা হোক।”

ঘটনার খবর পেয়ে কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, “এই ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করা হবে এবং এতিম শিশুদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *