মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে কড়া সমালোচনা করে দেশটির রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত জরিমানা আরোপের সিদ্ধান্তও তিনি জানিয়েছেন। ট্রাম্প এই ঘোষণা দেন তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে, বুধবার (৩০ জুলাই) বিকেলে।
ট্রাম্প পোস্টে বলেন, “ভারত আমাদের বন্ধু হলেও, তারা বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে তুলনামূলকভাবে কম বাণিজ্য করেছে। তাদের শুল্ক বিশ্বের সবচেয়ে বেশি এবং সেখানে অ-শুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতাও অনেক বেশি।” তিনি আরও বলেন, ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং জ্বালানি আমদানি করে আসছে, এমনকি এই সময়ে, যখন গোটা বিশ্ব চাইছে ইউক্রেনে রাশিয়ার বর্বরতা থামুক। বিশেষ করে, চীন নয়, ভারত এখন রাশিয়ার জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে, রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা দিতে হবে।
এটি ঘোষণার আগে ট্রাম্প বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হয়, তাহলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এর পরেই তিনি অতিরিক্ত শুল্ক এবং জরিমানা আরোপের ঘোষণা দেন।
এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে চান বলে মন্তব্য করেছেন।