বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সাকিব ও জয়া আহসানের ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদ সমাবেশ

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ ব্যানারে শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আজ শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

কর্মসূচিতে ছাত্রজনতা গণ-অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক মন্ত্রী, মেয়র ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের ছবিসহ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সংস্কৃতিজগতের শম্পা রেজা, মেহের আফরোজ শাওন, সাংবাদিক জ ই মামুন প্রমুখ ব্যক্তিদের ছবিও ছিল।

কর্মসূচির অন্যতম আয়োজক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার প্রথম আলোর সঙ্গে কথা বলে জানান, তারা বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামে অবদান অস্বীকার করেন না। তবে ১৫ আগস্টের মৃত্যুবার্ষিকীতে আওয়ামীপন্থী কিছু কালচারাল গোষ্ঠী ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী ফ্যাসিজমকে স্বাভাবিক করার চেষ্টা করছে। এই গোষ্ঠী কয়েকদিনের মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে বলে তার অভিযোগ।

এই কার্যক্রমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ছাত্রজনতা জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে। এতে গণ-অভ্যুত্থানের পক্ষের ছাত্ররা অংশগ্রহণ করেছে। তারা মনে করে, এই ধরনের কালচারাল কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থে নয়, বরং একটি স্বৈরশাসক ফ্যাসিস্ট ব্যবস্থাকে শক্তিশালী করার প্রচেষ্টা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীনতার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ব্যাঙ্গ করার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে কখনো মেনে নেওয়া হবে না। তারা আগামীদিনেও এই ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *