‘সুন্দরী বললে নিশ্চয় রাগ করবেন না,’ ইতালির মেলোনিতে মুগ্ধ ট্রাম্প

গাজায় শান্তি ফিরেছে। বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল দু’পক্ষ। এ পরিস্থিতিতে মিশরে গাজা শান্তি সম্মেলনে ফুরফুরে মেজাজে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপে মুগ্ধ হয়ে তার প্রসংশা করেছেন ‘তিনি সুন্দরী’ বলে।

গতকাল সোমবার মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখের সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। তার পেছনে দাঁড়িয়েছিলেন বিভিন্ন দেশের নেতারা। ট্রাম্প যে ভাষণে মেলোনির প্রশংসা করবেন তা প্রথমে বোঝা যায়নি। গাজায় শান্তি ফেরানো নিয়ে গুরুগম্ভীর কথাই বলছিলেন তিনি। হঠাৎই তিনি বলতে শুরু করেন, আপনি যদি আমেরিকায় কোনও মেয়েকে সুন্দরী বলেন, তা হলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তবে আমি সুযোগ নেব। এরপরই মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই। খবর বিডিনিউজের।

ট্রাম্পের প্রশংসা শুনে হেসে মাথা নাড়তে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রীকে। তবে কেবল রূপই নয়, মেলোনির গুণের প্রশংসাও করেছেন ট্রাম্প। মেলোনিকে একজন সফল রাজনীতিবিদ বলে ট্রাম্প অভিহিত করেন। বলেন, তিনি (মেলোনি) দারুণ মানুষ। ইতালির মানুষ তাকে সম্মান করে। তিনি খুবই সফল একজন রাজনীতিবিদ। তার আহ্বানে মিশর সম্মেলনে যোগ দেওয়ার জন্য ‘সুন্দরী নারী’ মেলোনিকে ধন্যবাদ জানান ট্রাম্প।

উল্লেখ্য, মিশরের এই শান্তি সম্মেলনে যে ৩০ জন রাষ্ট্রনেতা যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে মেলোনিই ছিলেন একমাত্র নারী। লিঙ্গবৈষম্যবাদী মন্তব্য করার জন্য ট্রাম্প অতীতে সমালোচনার শিকার হয়েছেন। এবার মেলোনিকে সুন্দরী বলেও তিনি আবার সমালোচনার মুখে পড়ার ঝুঁকি নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *