কম্বোডিয়ার সঙ্গে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সীমান্ত সংঘর্ষের জেরে থাইল্যান্ডের আইনসভা ভেঙে দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। বিবিসি জানিয়েছে, সংসদ ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রী বলেন, তার সংখ্যালঘু সরকারকে গত চার মাসে সীমান্তে প্রাণঘাতী সংঘাতসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এ অবস্থায় দেশকে স্থিতিশীল রাখতে সংসদ ভেঙে দেওয়াই উপযুক্ত সমাধান বলে তিনি মনে করছেন। অনুতিন চার্নভিরাকুল বলেন, উপযুক্ত সমাধান হল পার্লামেন্ট ভেঙে দেওয়া, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি উপায়। ব্যবসা থেকে রাজনীতির মাঠে আসা চার্নভিরাকুল ২০২৩ সালের অগাস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী।