যোগ দিচ্ছেন ট্রাম্প ও ২০ বিশ্বনেতা

ফিলিস্তিনি ছিটমহল গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল–শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবারের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ২০ জনেরও বেশি নেতা উপস্থিত থাকবেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র। খবর বিডিনিউজের।

গাজা যুদ্ধ শেষ করতে একটি চুক্তি সম্পন্ন করাই এই সম্মেলনের মূল কাজ হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সম্মেলনের লক্ষ্য গাজা ভূখণ্ডের যুদ্ধটি শেষ করা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাগুলোকে শক্তিশালী করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গী ও বিশ্বব্যাপী সংঘাত নিরসনে তার নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিবিসি জানিয়েছে, মিশরের এই বিবৃতির আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নিশ্চিত করেছেন যে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকছেন। আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন তারাও সম্মেলনে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *