যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়া কখনোই মাথা নোয়াবে না, বললেন পুতিন

রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্র বা বিদেশি কোনো শক্তির চাপে মাথা নোয়াবে না জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সীমান্ত থেকে দূরে রাশিয়ার ভূখণ্ডের আরও ভেতরে যে কোনো হামলায় মস্কো ‘প্রচণ্ড’ প্রতিক্রিয়া দেখাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে বুধবার দুটি প্রধান রুশ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। খবর বিডিনিউজের।

তার এ পদক্ষেপের কারণে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের কাছাকাছি বেড়ে গেছে এবং ভারতও রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসবের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা একধরনের ‘অবন্ধুসুলভ’ আচরণ এবং ‘এর সুনির্দিষ্ট প্রতিক্রিয়া থাকবে’। কিন্তু এসব নিষেধাজ্ঞা আমাদের অর্থনীতির স্থিতিশীলতার ওপর তেমন প্রভাব ফেলবে না। রাশিয়ার জ্বালানি খাত এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই এটা (নিষেধাজ্ঞা) হচ্ছে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা। কিন্তু কোনো আত্মমর্যাদাশীল ব্যক্তি বা দেশ চাপের মুখে কখনোই সিদ্ধান্ত নিতে পারে না, বলেছেন তিনি। নিষেধাজ্ঞা কী করে রুশ টয়লেট আমদানিতে পশ্চিমাদের বাধা দিতে পারে তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মজা করার পর পুতিন মনে করিয়ে দেন, ট্রাম্প তার প্রথম মেয়াদেও রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা দিয়েছিলেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি করলে তা যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনসহ সর্বত্র তেলের দাম বাড়িয়ে দেবে বলেও তিনি সতর্ক করেন। এমন যে কোনো কিছু ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে, বলেছেন তিনি। রয়টার্স লিখেছে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সামপ্রতিক নিষেধাজ্ঞা স্বল্প মেয়াদে রুশ অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলতে না পারলেও মার্কিন প্রেসিডেন্ট যে এখন রাশিয়ার অর্থনীতিকে চেপে ধরে ক্রেমলিনকে শান্তি চুক্তিতে বাধ্য করাতে তৎপর, বুধবারের ঘোষণায় তাই বোঝা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *