মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি সম্মেলনে ইসরাইলের আঞ্চলিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরাইলের আক্রমণ বন্ধ করা সম্ভব নয়।
তিনি বলেন, “আমাদের জনগণ বারবার নিন্দা এবং ঘোষণা দেখেছে, কিন্তু ইসরাইল তাদের অভিযান অব্যাহত রেখেছে। এখন সময় এসেছে কার্যকর পদক্ষেপ নেওয়ার।”
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন করবে, আমরা কী কার্যকর পদক্ষেপ নিতে সাহস দেখিয়েছি?” তিনি একে “শুধু নিন্দা” দিয়ে কাজ না হওয়ার পক্ষে সাফাই তুলে বলেন, “নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না, ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না।”
এছাড়া তিনি যোগ করেন, “কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক বন্ধ করতে হবে। কঠোর এবং শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসরাইলের বিরুদ্ধে ন্যাটো-স্টাইলের যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে পারে বলে মনে করা হচ্ছে।