সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ বাস–ট্যাংকার সংঘর্ষে কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ৪২ জনই ভারতীয় ওমরাহযাত্রী বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। নিহতদের অধিকাংশ ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে রোববার রাত প্রায় ১টা ৩০ মিনিটে (ভারতীয় সময়) মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাস মুফরিহাত এলাকার কাছে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খেলে। তীব্র সংঘর্ষের পর বাসটি মুহূর্তেই আগুন ধরে পুড়ে যায়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের অনেকেই ঘুমিয়ে থাকায় তারা বের হতে পারেননি।
খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ায় মৃতদের পরিচয় নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সংঘর্ষে একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল শোয়াইব। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা জানা যায়নি।