বাংলাদেশ, মালয়েশিয়াসহ ৫ দেশ মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে

মালয়েশিয়া সফরের প্রথম দিন মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, বাংলাদেশ, মালয়েশিয়া এবং আরও তিনটি দেশ মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এখন আমাদের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থী এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রদান জরুরি। তিনি জানান, একটি প্রতিনিধি দল গঠনের কাজ শুরু হয়েছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমারে পাঠানো হবে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই মিশন সমন্বয় করবেন।

আনোয়ার আরও বলেন, বাংলাদেশের কক্সবাজারে থাকা রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপক সংখ্যা তাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি শুধু বাংলাদেশের নয়, একটি আঞ্চলিক সংকট। বর্তমানে কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে মিয়ানমারে নতুন সহিংসতা ও দমন-পীড়নের কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলো মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সক্রিয় ভূমিকা রাখছে। নতুন প্রতিনিধি দল মিয়ানমারের মানবিক পরিস্থিতি পর্যালোচনা এবং মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা করবে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *