অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলী বাহিনী। হেবরনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি হয়েছে। এলাকাটির অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীদেরকে একটি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতেই এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। স্থানীয় মানবাধিকারকর্মীরা শনিবার এ খবর জানান। হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও এলাকার বাসিন্দা আরেফ জাবের তুরস্কের আনাদোলু সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল থেকেই ওল্ড সিটির একাধিক পাড়া–মহল্লায় কারফিউ জারি করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর বিডিনিউজের। তিনি জানান, ইসরায়েলি বাহিনী ওল্ড সিটিতে যাওয়ার সব সামরিক তল্লাশিচৌকি বন্ধ করে দিয়েছে এবং ফিলিস্তিনিদের এলাকায় ঢুকতে বা বের হতে দিচ্ছে না। একারণে সেখানকার অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে না পেরে হেবরনের অন্য জায়গায় রাত কাটাতে বাধ্য হন বলে জানান জাবের। জাবের আরও জানান, শুক্রবার রাত এবং শনিবার সকাল মিলিয়ে শত শত অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী পদযাত্রা করে ওল্ড সিটিতে ঢোকে। তারা শহরের রাস্তায় উসকানিমূলক মিছিলও করে। ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরাধীনে বসতিস্থাপনকারীদের এই পদযাত্রাকে উস্কানিমূলক মিছিল আখ্যা দিয়েছেন জাবের। তিনি বলেন, ইব্রাহিমি মসজিদ দখল করে সেটিকে সিনাগগে রূপান্তর করার ইসরায়েলি চেষ্টার মধ্যেই এই কারফিউ জারি করে সেখানে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইহুদিরা ‘সারা’স ডে’ র অংশ হিসাবে শুক্র ও শনিবার পশ্চিম তীরের হেবরনে ধর্মীয় উৎসব পালন করেছে। প্রতিবছর এ উৎসব উদ্যাপন করা হয়। এর মাধ্যমে শহরটিতে একসময় ইহুদিদের আবাস থাকার বিষয়টি স্মরণ করা হয়।