নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শুক্রবার মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এ আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মাশহাদ শহরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন মোহাম্মাদি। সেখানেই তাঁকেসহ অন্য মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই ও নার্গিস ফাউন্ডেশন। 

নার্গিস ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তাঁর কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছিল। দুই দশক ধরে বেশির ভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাঁকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *