নেপালের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে কমপক্ষে সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের পাঁচজন বিদেশি এবং দুজন নেপালি বলে জানিয়েছে অভিযান সংগঠক সংস্থা সেভেন সামিট ট্রেকস। সংস্থাটির চেয়ারম্যান মিংমা শের্পা জানান, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ধস নামার পর উদ্ধারকারীরা দুজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকি পাঁচজন তুষারের নিচে ১০ থেকে ১৫ ফুট গভীরে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চলছে। আহত আটজনকে উদ্ধার করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।