মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার নেতৃত্বে বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানো সম্ভব হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া এবং আর্মেনিয়া-আজারবাইজানসহ অন্যান্য সংঘাত অন্তর্ভুক্ত। ট্রাম্প বলেছেন, তিনি বাণিজ্যের মাধ্যমে এসব যুদ্ধ থামিয়েছেন এবং এর জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।”
ট্রাম্প আরও জানান, “আমি যখন ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলাম, সেটা আমি বাণিজ্যের মাধ্যমে করতে পেরেছি। দুই দেশই বাণিজ্য করতে চেয়েছিল এবং আমি তাদের নেতাদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছিলাম।” তিনি দাবি করেন, বাণিজ্যের মাধ্যমে বিশ্বের ৬০ শতাংশ যুদ্ধ থামানো সম্ভব হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “অনেকে বলেছিল, যদি আমি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি, তবে আমি নোবেল শান্তি পুরস্কার পাবো। আমি বলেছি, আমি তো সাতটা যুদ্ধ থামিয়েছি, এটা তো শুধু একটা— যদিও এটা বড় যুদ্ধ।”
ট্রাম্পের বক্তব্যে উঠে আসে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্কের কারণে ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান আশা করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে তিনি কিছুটা হতাশ হয়েছেন, তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, কোন একসময় এই যুদ্ধেরও সমাপ্তি ঘটবে।
এবারের বক্তৃতায় ট্রাম্প নিজেকে শান্তির পক্ষে কার্যকরী নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যদিও তার দাবি এবং তার ভূমিকা নিয়ে বিতর্কও রয়েছে।