খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ২২ মিনিটে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় ৪৫ মিনিট ধরে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া চলমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার পরিস্থিতি এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হলো যখন আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের এই সাক্ষাৎ বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *