যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রথা অনুসারে, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্টরা সাধারণত পদত্যাগের পর ছয় মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস নিরাপত্তা পান। তবে, ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর হ্যারিসের নিরাপত্তা সুবিধা ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। হোয়াইট হাউসের কর্মকর্তা জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত এই নিরাপত্তা সুবিধা বাতিল করা হয়েছে।
কমলা হ্যারিস তাঁর স্মৃতিকথা ‘১০৭ ডেইজ’ নিয়ে সেপ্টেম্বর মাসে ১৫ শহরে প্রচার অভিযানে নামবেন। এই বইয়ে তিনি নিজের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা এবং ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পরকার পরিস্থিতি তুলে ধরেছেন।
হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব, দায়িত্বের প্রতি নিবেদিততা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।”
কমলা হ্যারিসের নিরাপত্তা বাতিলের পাশাপাশি, প্রেসিডেন্ট ট্রাম্প আরও অনেক রাজনৈতিক ব্যক্তির ফেডারেল নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন। এর মধ্যে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও রয়েছেন। এছাড়া, গত মার্চে বাইডেনের সন্তান হান্টার বাইডেন ও অ্যাশলে বাইডেনের নিরাপত্তা সুবিধাও বাতিল করা হয়।
এতে স্পষ্ট হয়েছে যে, নির্বাচনী রাজনীতির অঙ্গনে একে অপরকে লক্ষ্য করে নিরাপত্তা সুবিধা বাতিলের পদক্ষেপ চলছে, যা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।