ছেলেদের ব্যালন ডি’অর দেম্বেলের:
মঞ্চে ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও।সঞ্চালক জানালেন, ছেলেদের ব্যালন ডি’অর জয়ে প্রতিদ্বন্দ্বি দুজন—উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।অতিথিদের আসনে ‘উসমান! উসমান!’ রব উঠল। একটু সময় নিয়ে রোনালদিনিও ঘোষণা করলেন প্যারিসিয়ানদের প্রত্যাশিত নাম, ‘দেম্বেলে!’
সেপ্টেম্বর ২২দেম্বেলে কাঁদলেন, দেম্বেলে বললেন…মঞ্চে দাঁড়িয়ে অতিথিদের প্রতি হাত নাড়লেন দেম্বেলে। করতালির বন্যা বইছে। অনেকটাই ‘দেশের ছেলে জিতেছে’ ধরনের উদ্যাপন!দেম্বেলে নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখে পানি। দুই হাতে চোখ মুছলেন। তবু চোখ দুটো জলভরা টলমল। ব্যালন ডি অ’রে অন্যতম আবেগময় রাত। বিজয়ী কাঁদছেন। করতালিরত অতিথিদের আসনে তাঁর প্রতিদ্বন্দ্বি ইয়ামাল।দেম্বেলে তাঁর মাকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ এরপর আর কান্না ধরে রাখতে পারলেন না। গলাটা ধরে এল তাঁর। অতিথিদের আসনে তাঁর পরিবারেরও একই অবস্থা। চোখ মুছছেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে ডেকে আনেন দেম্বেলের মাকে।
দেম্বেলে বললেন, ‘বেশি কিছু বলতে পারব না। এটা সহজ না। ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন আমার। রোনালদিনিওর মতো কিংবদন্তির কাছ থেকে এই পুরস্কার জয় অসাধারণ ব্যাপার। দল ও ক্লাবকে ধন্যবাদ। অবিশ্বাস্য এক পরিবার! সভাপতি প্রথম দিন থেকেই আমার প্রতি অসাধারণ। পিএসজির সব স্টাফ ও আমার কোচ লুইস এনরিকেকেও ধন্যবাদ জানাতে চাই। আমার সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের