রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) ইউক্রেনের কাছে আটক থাকা একদল রুশ সেনা ও বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।
যদিও এই মুক্তি প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়েছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয়, তবে জানানো হয়েছে—মুক্তিপ্রাপ্তরা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন। সেখানেই তারা চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে তাদের রাশিয়ায় ফিরিয়ে আনা হবে।
জানা গেছে, যেসব বেসামরিক রুশ নাগরিক ইউক্রেনের হাতে বন্দি হয়েছিলেন, তারা মূলত ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চল ক্রুস্কের বাসিন্দা। মুক্তি প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মসকালকোভা। তিনি জানান, বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্তদের আবেগ ভাষায় প্রকাশ করা কঠিন, কারণ বন্দি অবস্থায় তারা চরম মানসিক চাপ ও কষ্টের মধ্যে ছিলেন।
উল্লেখ্য, চলমান যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনা শুরু হয়। রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি।
সংলাপ শুরুর এক মাসের মধ্যে, ২ জুন প্রথমবারের মতো যুদ্ধবন্দি ও সেনার মরদেহ বিনিময়ে একমত হয় মস্কো ও কিয়েভ। তখন দুই পক্ষ মোট ১২ হাজার সেনার মরদেহ এবং ২ হাজার জীবিত যুদ্ধবন্দি একে অপরকে হস্তান্তর করে। এরপর জুলাইয়ের শেষ দিকে আরও ২ হাজার ৪০০ বন্দি বিনিময়ে সম্মত হয় তারা।
সর্বশেষ গত ১৯ আগস্ট রাশিয়া ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করে, যার বিনিময়ে ইউক্রেন ১৯ রুশ সেনার মরদেহ ফেরত দেয়।