মেহেরপুরে ‘Easy Bike’ চালক হত্যায় বন্ধুর মৃত্যুদণ্ড

সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বিকেলে জামাল হোসেন ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে মেহেরপুর শহরে যান। ওইদিন সন্ধ্যায় বাচ্চু মিয়া তার ইজিবাইক ভাড়া করে শেখ পাড়ায় নিয়ে যান এবং কৌশলে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। পরে ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই আদালত এই দণ্ড দিয়েছেন।’

রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *