মালয়েশিয়া বিমানবন্দরে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ, আটক ১

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ থেকে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তার লাগেজ থেকে ৮৫ হাজার রিঙ্গিত সমমূল্যের ওষুধ জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

সান ডেইলি’র প্রতিবেদনে জানা যায়, কাস্টমস কর্মকর্তারা আটক ব্যক্তির চারটি স্যুটকেস স্ক্যান করার সময় সন্দেহজনক অনিবন্ধিত ওষুধের ছবি সনাক্ত করেন। এরপর ব্যাগগুলো আরও তদন্তের জন্য মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) কাছে পাঠানো হয়।

তদন্তে ৩০টি ভিন্ন ধরনের ৬০ হাজার ইউনিটের বেশি ওষুধ উদ্ধার হয়, যা মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল না। ধারণা করা হচ্ছে, এই ওষুধগুলি কালোবাজারে বিক্রির জন্য আনা হয়েছিল।

জব্দকৃত ওষুধের মধ্যে ছিল নিয়ন্ত্রিত এবং মনোরোগ সংক্রান্ত পদার্থ, এক হাজার টিউব অ্যান্টিফাঙ্গাল ক্রিম, এবং ২০ হাজার গ্যাস্ট্রিক চিকিৎসার ট্যাবলেট। এসব ওষুধ কাস্টমসের কাছে আরও তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে এবং এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করে ধ্বংস করার কথা জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *