প্রেমিকের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে ঢাকার মহাখালীতে এসে বিপাকে পড়েছিল এক কিশোরী। বিষয়টি বুঝতে পেরে বুধবার গভীর রাতে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দশম শ্রেণির ওই ছাত্রী হবিগঞ্জ থেকে বাসে রংপুরের উদ্দেশে রওনা দেয়। গাজীপুরে বাস থেকে নেমে সেখান থেকে আরেক বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু ঘুমিয়ে থাকায় সে গাজীপুর নামতে পারেনি। বুধবার গভীর রাতে বাসটি ঢাকার মহাখালী টার্মিনালে এসে পৌঁছে। তখন বাসের সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে বসে থাকে। এরপর বাসটির কর্মীরা তাকে নানারকম জেরা শুরু করেন। এতে আরও বিপর্যস্ত হয়ে পড়ে সে।
এ দৃশ্য দেখে রাত ৩টার দিকে এক বাসযাত্রী ৯৯৯-এ কল করেন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় আসা এনা পরিবহনের বাসের যাত্রী ছিলেন। পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কিশোরীর সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে।
৯৯৯-এর এই কর্মকর্তা জানান, কলটি রিসিভ করে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিষয়টি জানান। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা থেকে কিশোরীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিশোরীকে তাদের কাছে হস্তান্তর করা হবে।