পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুড়ি বন্দর এলাকায় চাঁদাবাজি ও গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে হাসান শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। হাসান শিকদার কালিশুড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু শিকদারের ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কালিশুড়ি বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হাসান শিকদার সম্প্রতি বন্দরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করেন এবং প্রতিবাদ করায় এক গ্রাম পুলিশকে মারধরও করেন। এছাড়া, স্থানীয় ব্যবসায়ী শাহিন শিকদারের নতুন দোকান নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টি করে চাঁদা দাবি করেন।
এই ঘটনায় ভুক্তভোগীরা বাউফলে সেনা ক্যাম্পে অভিযোগ করলে, যৌথ বাহিনী অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, হাসান শিকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।