চট্টগ্রামে অভিনব কায়দায় চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীতে অভিনব কায়দায় এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পৃথক অভিযানে বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সুলতানা আক্তার জেসি (২৪) ও হাবিবুর রহমান (২২)। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ অক্টোবর বিকেলে বাদী জিয়াউল হককে (৪৬) ফোন করে সুলতানা আক্তার জানায়, তার গায়ে গরম পানি পড়েছে এবং চিকিৎসার জন্য অর্থ দরকার। পরে ওই ব্যবসায়ী নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে সুলতানার বাসায় যান।

বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তিনজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মিলে তারা ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতির মধ্যে তিনি সঙ্গে থাকা টাকা দিয়ে দেন। এরপর বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে চক্রটি।

ঘটনার পর জিয়াউল হক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার ফুলকলি এলাকা থেকে সুলতানা আক্তারকে গ্রেপ্তার করে এবং তার বোনের বাসা থেকে উদ্ধার করে ১২ হাজার টাকা। পরে তার দেখানো মতে মোহাম্মদপুর এলাকা থেকে সহযোগী হাবিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমন দত্ত জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *