কর্ণফুলীতে মো. সাব্বির হোসেন (২৫) নামে এক সিএনজি টেক্সি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার পুলিশ কলোনির একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তিনি গার্মেন্টস কর্মী স্ত্রী মিম আক্তারকে নিয়ে কলোনির ৪ নম্বর কক্ষে ভাড়া থাকতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় সিএনজি চালক সাব্বির কিছুদিন ধরে নিয়মিত কাজ করছিলেন না। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন স্ত্রী মিম আক্তারের কাছে দুই হাজার টাকা চান সাব্বির। স্ত্রী টাকা না দেওয়ায় অভিমান করে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।