কর্ণফুলীতে দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দেশীয় তৈরি একটি এলজি বন্দুক ও তিনটি কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মইজ্যারটেক কালারপুল এলাকায় শাহআমানত গ্যাস পেট্রোল পাম্পের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন—পটিয়ার বাণীগ্রামের মো. শফিকের ছেলে মো. নেজাম (২৭), সামছুল আলমের ছেলে মো. মুনছুর (৪২) এবং আবু সৈয়দের ছেলে জিসান আলম (১৮)।

অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয় এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের কেনাবেচার সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *