‘ভেবেছিলাম টিভির সমস্যা, পরে দেখি পিচই কালো’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে দলের হার টিভিতে দেখছিলেন আকিল হোসেইন। কিন্তু মিরপুরের উইকেট দেখে এতটাই অবাক হয়েছিলেন যে, ভেবেছিলেন তার টেলিভিশনের রঙেই হয়তো কোনো সমস্যা হয়েছে। দ্বিতীয় ওয়ানডের নায়ক বনে যাওয়ার পর মিরপুরের পিচ নিয়ে নিজের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন এই ক্যারিবীয় স্পিনার।

দ্বিতীয় ওয়ানডের আগে হুট করেই দলে ডাক পান আকিল। তার আগে দেশে বসে প্রথম ম্যাচটি দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, টিভি চালু করার পর আমার প্রথম কাজই ছিল টিভির রঙ পরীক্ষা করা। কারণ পর্দা এতটাই কালো ছিল যে, আমার মনে হচ্ছিল টিভিতেই কোনো সমস্যা হয়েছে। পরে বুঝতে পারলাম, না, পিচটাই আসলে এমন কালো।

মিরপুরের উইকেট নিয়ে সাকিব-তামিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা নতুন নয়। স্পোর্টিং উইকেটের বদলে বরাবরই মন্থর ও স্পিন-সহায়ক উইকেট বানানোর অভিযোগ রয়েছে। নতুন কিউরেটর টনি হেমিংয়ের অধীনেও সেই একই চিত্র দেখা গেল, যা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও নজর এড়ায়নি।

তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই ‘কালো’ পিচেই নায়ক বনে যান আকিল। সুপার ওভারে তার দুর্দান্ত বোলিংয়েই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পরও মূল স্কোয়াডে না থাকা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

এ বিষয়ে আকিল বলেন, আমি একবারও ভাবিনি কেন আমি দলে নেই। আমার কাজ হলো খেলাটা উপভোগ করা এবং নিজের সেরাটা দেওয়া। দল নির্বাচনের দায়িত্ব নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। বাকি সিদ্ধান্ত তাদের হাতেই থাকা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *