জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: কাকে বললেন সেক্রেটারি!

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “তোমরা নতুন ছাত্রদের দল। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত এক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, “নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি।”

এর জবাবে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে। তিনি আরও বলেন, তারা (এনসিপি) চান আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।

জামায়াত সেক্রেটারি এক ভিন্ন প্রসঙ্গে হিন্দু ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একটা ধারণা আছে হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।”

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদসহ জেলা জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, বগুড়ায় সারজিস আলমের একটি অনুষ্ঠানের ভেন্যুতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *