১৫ মিনিটের জন্য থমকে যাবে রংপুরসহ ৫ জেলা!

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

কর্মসূচির আহ্বানে জানানো হয়েছে, রংপুর বিভাগের পাঁচ জেলার সর্বস্তরের মানুষ শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতা, পরিবহন মালিক ও শ্রমিকসহ অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টায় ১৫ মিনিট নিজ নিজ অবস্থান থেকে নিরবভাবে দাঁড়িয়ে প্রতিবাদে অংশ নেবেন।

যানবাহন চালকরাও ওই সময় মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রাক, বাস কিংবা ট্রেন থামিয়ে অবস্থান করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস নেবেন না, শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে কার্যক্রম বন্ধ রাখবেন। আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, “সরকার যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী নভেম্বর মাসে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করে, তবে তিস্তাপাড়ের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” দুলু আরও বলেন, “তিস্তা শুধু একটি নদী নয় এটি উত্তরবঙ্গের জীবন, জীবিকা ও সংস্কৃতির প্রতীক। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, তিস্তা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।”

এর আগে আন্দোলন কমিটির ব্যানারে রংপুর বিভাগের পাঁচ জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয় তিস্তার তীরে অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি প্রদান, গণমিছিল এবং ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি। তারা জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *