লায়ন্স ক্লাবের বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

লায়ন্স জেলা ৩১৫–বি ৪ এর অধীনে গতকাল বুধবার পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। অনুষ্ঠান চেয়ারম্যান লায়ন মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. আশিকুল আলম আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন এবং প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন জিএসটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন ১ লায়ন নিশাত ইনরান, ভিশন চেয়ারম্যান লায়ন আফরোজা বেগম, লায়ন্স কোয়েস্ট লায়ন শাহেলা আবেদিন, হিউমেনেটিয়ান চেয়ারপার্সন লায়ন তারেক কামাল, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মো. নজরুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন মো. হারুন ইউসুফ, লায়ন নিজাম উদ্দিন মো. মামুন, ডিজেস্টার রিলিফ চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির, লায়ন সারওয়ার জাহান ম্যাঙ্মি, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, হাঙ্গার চেয়ারম্যান লায়ন রনি, একশন ফর ডিজেবিলিটি রেড–এর সেক্রেটারি অ্যাডভোকেট নূর জাহান, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন হুমায়ুন কবির, লায়ন খোরশেদুল আলম, লায়ন জানে আলম, লায়ন আমজাদ, লায়ন মোহাম্মদ হোসেন রানা, লায়ন জিল্লুর রহমান, লায়ন মো. জামাল উদ্দিন, লায়ন পুলিন চন্দ্র, লায়ন কবিতা রানী শর্মা, লায়ন ইসমাইল, লায়ন সাইফুল প্রমুখ। সাদা ছড়ি দিবসের বর্ণাঢ্য র‌্যালি শেষে লায়ন্স জেলায় কনফারেন্স হলে আলোচনা সভায় আগত অন্ধদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *