ডেঙ্গুতে একদিনে প্রাণ হারালেন আরও পাঁচজন 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে প্রাণ হারালেন ২৩৮ জন।

নিহত পাঁচজনের মধ্যে তিন পুরুষ ও দুজন নারী। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০, ৫৯, ৬০, ৬৫ ও ১৮ বছর। 

তাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি তিনজন মিটফোর্ড, মুগদা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

একই সময়ে নতুন করে ৮৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৭। বর্তমানে দেশে দুই হাজার ৬৬৫ রোগী হাসপাতালে চিকিৎসাধীন; ঢাকার হাসপাতালে ৯৭১ জন, বাকিরা ঢাকার বাইরে। 

সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ওই মাসেই মারা গিয়েছিলেন ৭৬ জন। চলতি অক্টোবরের প্রথম ১৪ দিনে আট হাজার ৯১৫ জন ভর্তি হয়েছেন এবং ৪০ জনের মৃত্যু হয়েছে। 

মাসভিত্তিক ভর্তি ও মৃত রোগীর সংখ্যা ছিল জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুনে পাঁচ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১০, ৩, ০, ৭, ৩, ১৯, ৩৯ জন। 

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩০১ জন; ঢাকা বিভাগের বাইরে ২১৪, ময়মনসিংহে ১৯, চট্টগ্রাম ১০৬, খুলনায় ২৬, রংপুরে ৪৭, বরিশালে ১২৫ এবং সিলেটে তিনজন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের আক্রান্ত-অসুস্থতা ও মৃত্যুর তথ্য ২০০০ সাল থেকে সংগ্রহ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। 

২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *