পাকিস্তানে প্রকাশ্যে গুলি করে মঞ্চ অভিনেত্রীকে হত্যা!

পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির মঞ্চ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহ নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রিং রোড দিয়ে রিকশায় চলার সময় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা মাচনি গেট পুলিশ স্টেশনের সীমানার মধ্যে ঘটেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, হামলাকারীরা রিকশায় থাকা মুনিবা শাহকেই লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ফলস্বরূপ, অভিনেত্রী ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ আরও নিশ্চিত করেছে যে, দুর্বৃত্তদের গুলিতে মুনিবা শাহকে বহনকারী রিকশার চালকও আহত হয়েছেন। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মুনিবা শাহকে গুলি করার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আইন প্রয়োগকারী সংস্থা বর্তমানে ফরেনসিক প্রমাণ সংগ্রহ শুরু করেছে এবং ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *