সাবেক এমপি ওমর ফারুকসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৩২

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক সুমন রয়েছে। সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২২ জন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৩২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫১০ জন রয়েছেন। এ ছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান, রাউন্ড কার্তুজ, তরবারি, রামদা, চাপাতি, কিরিচ ও ছুরি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *